খারাপ স্বাস্থ্যের শুক্রাণু আয়ু বেশ কয়েকবছর কমিয়ে দিতে পারে, এক গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় এমন ইঙ্গিত মিলেছে। গবেষক দল প্রধান স্টানফোর্ডের ইউরোলজি বিষয়ের অধ্যাপক মিখায়েল আইসেনবার্গ বলেন, “এটি হতে পারে যে সব লোকের শুক্রাণু অস্বাভাবিক তাদের হয়তো শনাক্ত হয়নি এমন স্বাস্থ্যগত সমস্যা আছে, যাতে মৃত্যুর প্রবল সম্ভবনা আছে।” গবেষণায় দেখা গেছে, তরুণ এবং মধ্যবয়স্ক যে সব মানুষের বীর্যে কম সংখ্যক শুক্রাণু বা...

